মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি : সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার বেলা ২টা ৮মিনিটে সিলেট সফরের উদ্দ্যেশ্যে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ অতিক্রম করেন।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে মহাসড়কের উভয় পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বেগম খালেদা জিয়া নতুনব্রীজ অতিক্রমকালে গাড়ীবহর থেকেই নেতা কর্মীদের শুভেচ্ছা জানান।
সোমবার সকাল থেকেই বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে ও শুভেচ্ছা জানাতে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের হাজার হাজার দলীয় নেতাকর্মীরা ব্যানার নিয়ে মিছিল সহকারে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এসে ভিড় জমায়।
সাধারন জনতারও উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যনীয়।নতুন ব্রীজ এলাকায় একটি পথ সভার মঞ্চ দলীয়ভাবে তৈরি করা হলেও পুলিশ সেই মঞ্চ ভেঙ্গে দেয়। নতুনব্রীজের পুরু এলাকায় দলীয় ব্যানার, ফেস্টুন ব্যানারে ছেঁয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনরা কড়া নজরদারীতে দায়িত্বরত ছিল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান চেয়ারম্যান, সিনিয়র সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ ছোবহান, হবিগঞ্জ সদর উপজেলার বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এম এফ আহম্মেদ অলি, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সভাপতি হাজী এম এ মজিদ, সাধারন সম্পাদক কামরুল হাসান রিপন, উবাহাটা ইউপি যুবদলের আহবায়ক মোঃ ইউনূছ মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ অনু মিয়া প্রমূখ।
এসময় ঢাকা-সিলেট মহাসড়কে, শায়েস্তাগঞ্জ চুনারুঘাট রোড ও শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ রোডে শত শত যানবাহন আটকা পড়ে।