চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বয়স ৩৫ বছর হবে।
৭ ফেব্রুয়ারী বুধবার ভোররাত ৩ টায় উপজেলার দেওরগাছ ইউনিয়নের চন্ডীছড়া চা বাগান এলাকায় এঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া, অজ্ঞাত ওই নিহত ব্যক্তি সহ ৪/৫ লোক চন্ডীছড়া চা বাগান এলাকায় চুরি করতে গেলে ওই চা বাগানের চা শ্রমিকরা তা টের পেয়ে তাদের উপর হামলা চালায়। তখন ঘটনারস্হল থেকে নিহত ব্যক্তির সহযোগিরা পালিয়ে যান।
সেখানে আটকা পড়ে যান অজ্ঞাত ওই ব্যক্তি। এলাকার গণপিটুনিতে অজ্ঞাত ওই ব্যক্তিকে চুনারুঘাট থানায় পুলিশ উদ্ধার করে চুনারুঘাট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেছেন।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে.এম. আজমিরুজ্জামান সত্যতা স্বিকার করে জানিয়েছেন, মৃতদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ১২.৪৫ মিঃ সময়ে এ রিপোর্ট লেখা আগ পর্যন্ত মৃত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।