হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে প্রাইভেটকার ধাক্কায় মোশাহিদ মিয়া (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শহরতলীর আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র আলমপুর গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা যায়, মঙ্গলবার বিকেলে মোশাহিদ স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। এসময় নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. নির্জয় ভট্টাচার্য স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।