চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের উত্তর বড়জুষ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮০) গত শনিবার বিকাল ৩টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহে ……….. রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা এবং নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যকালে তাহার বয়স হয়েছিল ৮০ বৎসর। ব্যক্তিগত জীবনে তিনি কবিরাজী পেশায় নিয়োজিত ছিলেন এবং ঐতিহ্যবাহী লাঠি খেলোয়াড় হিসেবে এলাকায় সমাদৃত ছিলেন। উক্ত মরহুমের জানাজার নামাজ গত শনিবার বাদ আছর বড়জুষ বাজারে অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, রানীগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল মোমীন চৌধুরী ফারুক, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মাষ্টার, সাবেক চেয়ারম্যান হোসাইন আলী রাজন, উস্তার মেম্বার, মাসুক মাষ্টার, সাংবাদিক ফারুক মিয়া, আব্দুল আসিফ লিলু মিয়া সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষকমন্ডলী, চাকুরীজীবি, পেশাজীবি, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন। উপস্থিত মুসল্লীরা তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। পরে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান ও এস.আই জুলহাস সহ একদল পুলিশ ১ মিনিট নীরবতা পালন করে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।