প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা হুসনে আরা বেগম চৌধুরী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
সংবাদপত্রের প্রদত্ত বিবৃতিতে যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সদস্য সচিব শংকর পাল, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, মীর জিয়াউল হক জিয়া, জেলা জাতীয় যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জালাল প্রমূখ।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।