মাধবপুর প্রতিনিধি : রাষ্ট্রপতি পদক পেলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হর্ষিত সাহা।
মঙ্গলবার বিকেলে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পদক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন।
আন্তঃপ্রাথমিক প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে সারা দেশের দ্বিতীয় স্থান অর্জন করে হর্ষিত। সে মাধবপুর বাজারের শিক্ষক হরিভজন সাহা ও উমা সাহার সন্তান।