বাহুবল প্রতিনিধি : বাহুবলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার দ্বারা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা সদরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহেদ, শিক্ষিকা মাধবী রাণী, সাংবাদিক হুমায়ুন কবীর প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩১০টি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ৯২৩৮০ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। সোমবার থেকে শুরু হওয়া কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে।