শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল হল রুমে ট্রাস্ট্রের সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে মোঃ আব্দুর রকিবের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক মাহ্মুদুল কবীর মুরাদ। তিনি তার বক্তব্যে বলেন, মেধার সাথে সাথে সহপাঠ কার্যক্রম বিষয়ে ও নৈতিক শিক্ষা অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবসেবায় শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলটি একটি হবিগঞ্জ জেলায় একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে, তাই শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টকে ধন্যবাদ জানান।
এছাড়া আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আব্দুশ শহিদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আ.স.ম আফজাল, জহুর চাঁন বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ম্যানেজার জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা সীতার মিয়া, শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের সদস্য ডাঃ শামছুর রহমান, মোঃ আব্দুস সালাম, মোঃ আব্দুল কবির, এডভোকেট দেলোয়ার ফারুক শাহজাহান তালুকদার, নওরোজুল ইসলাম চৌধুরী, কাজী আব্দুল আউয়াল মামুন, মোঃ আবুল কাশেম, মোঃ আব্দুল আহাদ, মাওলানা লুৎফুর রহমান প্রমূখ।
জিপিএ-৫ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জান্নতুল ফেরদৌস। সভায় শায়েস্তাগঞ্জ অঞ্চলের এসএসসি পরীক্ষায় ৩৯জন শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।