হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চুনারুঘাট থানার ওসি গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নাজমুল ও এএসআই আলমাছসহ একদল পুলিশ চুনারুঘাট বাল্লা ক্রস রোড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালান । এসময় মাদক ব্যবসায়ী পাভেল মিয়া (২০) ও আব্দুল আলীম (১৯) কে ১৫০ পিছ ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটকৃতরা, চুনারুঘাট উপজেলার মানিকভান্ডার (লামাবাড়ি) এলাকার বিল্লাল মিয়ার পুত্র পাভেল মিয়া ও একই এলাকার আব্দুল করিমের পুত্র আব্দুল আলীম।
চুনারুঘাট থানার ওসি একে এম আজমিরুজ্জামান আটকের বিষয়ে নিশ্চিত করেন। সারাদেশের ন্যায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।