হবিগঞ্জ প্রতিনিধি : দিনে দুপুরে শহরের প্রধান সড়ক দিয়ে বিকট শব্দে ট্রাক চালিয়ে যাওয়ার সময় ঢাকা মেট্রো (ট- ১৬-১৫৪০) একটি মাল বোঝাই ট্রাক আটক করেছে ট্রাফিক পুলিশ।
শুক্রবার (৬ জুলাই) বিকেল ৫টায় শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় থানার মোড় এলাকায় ট্রাকটি আটক করা হয়।
সূত্র জানায়, আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত হয় সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত শহরের প্রধান সড়ক দিয়ে কোন ভারী যানবাহন চলাচল করতে পারবে না।
কিন্তু এ আদেশ উপেক্ষা করে অসাধু ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে মাঝে মাঝে শহরের প্রধান সড়ক দিয়ে বিকট শব্দে দানব ট্রাক্টর, ট্রাক, লড়ি, যাত্রীবাহী কোচ ও বিভিন্ন যানবাহন চলাফেরা করছে।
এনিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। শুক্রবার অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করা হয়।