হবিগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলো রোগী ও তাদের স্বজনরা। বারবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় হবিগঞ্জ জেলা সদর আসনের মাননীয় এমপি আলহাজ্ব এড মো আবু জাহির মহোদয় একাধিকবার ওইসব দালালকে ধরার জন্য বলেন কিন্তু কোন ধরনের কার্যক্রম কার্যকর হয়নি। কারণ হিসেবে অভিযোগ ওঠে যে হাসাপাতালে কর্তব্যরতদের অদৃশ্য পৃষ্ঠপোষকতায় অবস্থান করছিলো ওইসব দালালরা।
দীর্ঘ দিনের অপেক্ষায় অবশেষে গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদর হাসপাতালের জরুরি বিভাগ এলাকায় অভিযান চালিয়ে চার জনকে আটক করে।
পুলিশের হাতে আটককৃত দালাল :- হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের মরম আলীর ছেলে শাহিন মিয়া (৩৩), বানিয়াচং উপজেলার কান্দিপাড়া গ্রামের প্রসন্ন দাশের ছেলে অসিদ দাশ (৩৩) সদর উপজেলার আটঘরিয়া গ্রামের মৃত ছোয়াত আলীর স্ত্রী সিতারা আক্তার ওরফে আপাজান (৪২)।
পরে বিকেলে হবিগঞ্জ জেলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা মর্জিনা আক্তার আটককৃত দালালদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে জনসমক্ষে এনে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এনে এ সময় তাদেরকে আদালত বসিয়ে অর্থদন্ড করেন। প্রত্যেক দালালকে ৫ শত টাকা করে মোট ১ হাজার ৫ শত টাকা জরিমানা করেন এবং প্রত্যেকের লিখিত একজনকে মুসলেখা রেখা হয়।
তিনি তখন হাসপাতালে আসা কয়েক জন রোগীর স্বজনদের সাথে কথা বলেন, এ সময় স্বজনরা জানান ওইসব দালাল বিভিন্ন বেসরকারি হাসপাতালের ও আশপাশের ফার্মেসি হয়ে সারাদিন হাসপাতালের জরুরি বিভাগের সামনে আসা যাওয়া করে। তারকাদের কাজ হল রোগীদের স্বজনদের ম্যানেজ করে ফার্মেসি ও প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। ইতোপূর্বে দালালদের খপ্পরে পড়ে প্রাণও হারিয়েছেন অনেক রোগী।
এ ব্যাপারে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচীন্ত চৌধুরী বলেন, বিষয়টি তার জানা নেই। তবে ওই সব দালালরা আটক হোক তিনিও সেটা চান।