শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন, হবিগঞ্জ রোড রেল ক্রসিং সংলগ্ন দিঘীর পাড় ঘেষে স্থাপিত হয়েছিল শায়েস্তাগঞ্জের মুক্তিযুদ্ধের করুণ স্মৃতি বিজড়িত বধ্যভূমি। কিছুদিন থেকে লক্ষ্যকরা যাচ্ছে উক্ত বধ্যভূমিতে গড়ে উঠছে সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড। এতেকরে বধ্যভূমির পবিত্রতা নষ্ট হওয়ার পাশাপাশি মর্যাদা হানি হচ্ছে চরম ভাবে।
এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী ৭১ সালে এই স্থানটিকে বধ্যভূমি হিসাবে ঘোষণা করা হয়েছিল। এর পর থেকে ওই স্থানটি একটি পরিত্যক্ত স্থান হিসাবে গন্য হতো। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ এই বদ্যভূমি উন্নয়নে কখনো কোন পদক্ষেপ নেয়নি, যার ফলে সিএনজি অটোরিক্সা শ্রমিক মালিকরা এটিকে অঘোষিত ও অস্থায়ী স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছে।
এ ব্যপারে আলাপকারে জেলা মুক্তিযুদ্ধা সাবেক ইউনিট কমান্ডারও বর্তমান জেলা সেক্টর কন্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌরপ্রসাদ রায় জানান, বৈধ্যভূমির পাশর্^বর্তী দিঘীর উত্তরপূর্ব দিকে আমগাছের ছায়ায় সিএনজি স্ট্যান্ডটি স্থানান্তর করা হবে। আপাতত স্ট্যান্ডটি বৈধ্যভূমির নিকটেই অস্থায়ী স্ট্যেন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সিএনজি স্ট্যান্ড নির্মাণের জন্য সেখানে মাটিও ভরাট করা হয়েছে কিন্তু বৃষ্টির জন্য কাজ বন্ধ রয়েছে। মূলত বধ্যভূমি সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছেনা।
গতকাল সরজমিনে গিয়ে দেখাযায়, বদ্যভূমিতে সারিবদ্ধভাবে দাড়িয়ে আছে শতেক সিএনজি অটোরিক্সা অথচ পাশেই রয়েছে শায়েস্তাগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন সিএনজি অটোরিক্সা চালক জানান, উক্ত ভূমি খালি ও পরিত্যাক্ত থাকার ফলে কিছু স্থানীয় নেতাকে ম্যানেজ করে এটিকে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড বানিয়ে ব্যবহার করছেন। আর এ জন্য প্রতি মাসে তাদেরকে হাজার হাজার টাকা দিয়ে আসছেন।