কামরুজ্জামান আল রিয়াদ ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর এলাকা থেকে ২টি অগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ শামীম মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শামীম ও ই এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
গতকাল বুধবার (২৫ জুলাই) বিকালে হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি শাহ আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে দুইটি চায়না অগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ শামীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, শামীমের স্বীকারোক্তি অনুযায়ী আরো আরো একটি অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।