চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের আমতলী সুতাং ব্রীজের নিকট সিএনজি যাত্রীকে আটকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই। ছিনতাইকারীদের হামলায় সিএনজি যাত্রী বাচ্চু মিয়া (২৫) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বাচ্চু জানায় গত রবিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার চন্ডী চা বাগান ফ্যাক্টরীতে কাজ শেষে রাত ৮টার দিকে সিএনজি যোগে চুনারুঘাটে আসার পথে পথিমধ্যে চান্দপুর-চুনারুঘাট সড়কের সুতাং ব্রীজের নিকট আসা মাত্রই ৭/৮জনের একদল ছিনতাইকারী চক্র দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সিএনজির (নং- ১১-৫৫৬) গতিরোধ করে রোধ করে বাচ্চু মিয়াসহ সাথের অন্যান্য যাত্রীদেরকে মারধর করে এবং সাথে থাকা ৩টি মোবাইল সেট ও নগদ ১০ হাজার ৫৭০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এতে বাচ্চু মিয়া আহত হয়।
আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। আহত বাচ্চু মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মোল্লা বাড়ী ঠান্ডা মিয়ার ছেলে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।