আজিজুল ইসলাম সজীব : হবিগঞ্জের বাহুবলে গ্রাম্য মাতব্বরদের পঞ্চায়েতির জের ধরে সাবেক যুবলীগ নেতা জুনায়েদ হত্যাকান্ডের ঘটনায় তিন জনকে আটক করেছে বাহুবল ও নবীগঞ্জ থানা পুলিশ।
শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হত্যার অভিযোগ আটককৃতরা হল:বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের শামছুল ইসলাম ওরফে কাচা মিয়া, একই গ্রামের নুরুজ মিয়ার পুত্র রায়হান ও আহমদ আলী।
উল্লেখ্য, গতশুক্রবার সন্ধ্যায় বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের পঞ্চায়েতি বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলার রইচগঞ্জ বাজারে জুনাইদে কুপিয়ে হত্যা করে মাতব্বর শওকত গ্রুপের লোকজন।
তাৎক্ষনিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে রাত ৮টায় তার মৃত্যু হয়।
নিহত জুনায়েদ খাগাউড়া গ্রামের বাসিন্দা।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতাউর রহমান বলেন, ঘটনাস্থল রইচগঞ্জ বাজার নবীগঞ্জে হওয়ায় মামলা নবীগঞ্জ থানায়ই হবে।
সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খাগাউড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।