আবুল হাসান ফায়েজ,মাধবপুর(হবিগঞ্জ)ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ও জগদীশপুর ইউনিয়নে হতদরিদ্র পুরুষ ও মহিলাদের মাঝে ১০ টাকা কেজি চাল বিতরণ উদ্বোধন করেন নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে।
গত কাল সোমবার সকালে নোয়াপাড়া ৬১৪ জন ও জগদীশপুর ইউনিয়নে ৫৫৪ জন হতদরিদ্র পুরুষ ও মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়। এই চাল কোন ভাবেই বিক্রি করা যাবে না হুশিয়ার করে দেন ডিলার ও চাল গ্রহিতাদের।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ।