চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে রোহিঙ্গা সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলার কাতুয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
ওসি আজমীর জানান, আটকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার কথা-বার্তায় সন্দেহ হচ্ছে সে রোহিঙ্গা যুবক। মানসিক রোগী না কি রোহিঙ্গা তা নিশ্চিত হওয়ার জন্য ওই যুবককে টেকনাফ পাঠানো হচ্ছ।