সৈয়দ সালিক আহমদ ॥ চুনারুঘাটে অভিযান পরিচালনা করে ৯ যানবাহনকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)।
গতকাল রবিবার দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবালের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বিআরটিএ হবিগঞ্জের মোটরযান পরিদর্শক শরফুদ্দীন আকন্দ জানান, রবিবার দুপুরে কাগজপত্র বিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিআরটিএ।
এ সময় ৬টি সিএনজি অটোরিক্সা, ২টি ট্রাক এবং ১টি কাগজপত্রবিহীন মোটরসাইকেল আটক করা হয়। পরবর্তীতে উল্লেখিত পরিমাণ যানবাহনকে সর্বমোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রত্যেক যানবাহনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।