


সংবাদদাতা : মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী কাজল বেগম। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে চৌমুহনী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীর ছাত্রী কাজল বেগমের সঙ্গে একই উপজেলার বহরা গ্রামের সোহাগ মিয়ার বিয়ে ঠিক হয়। গতকাল শুক্রবার দুপুরে বিয়ের আয়োজন করা হলে এ সংবাদ পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে কন্যার বাবাকে আটক করা হয়। পরবর্তীতে কাজলের বাবা আব্দুর রউফ মুছলেকা দিলে তাকে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।