মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইয়াবাসহ কালু মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। শ্রীমঙ্গল ক্যাম্পের র্যাবের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইটাখোলা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সে উপজেলার ইটাখোলা বড়বাড়ি গ্রামের নুরুল ইসলামের পুত্র। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কালু মিয়া দীর্ঘদিন যাবত মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদক সরবরাহ করে আসছিল।
এতদিন সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে আত্মগোপনে ছিল। রোববার ভোর রাতে তাকে আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাসী করে ২০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।