চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এমপি এডভোকেট মাহবুব আলী আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে মনোনয়ন পেয়েছেন।
এ খবর মুহুর্তের মধ্যে চুনারুঘাট মাধবপুরে ছড়িয়ে পড়লে আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা দেখা দেয়। তৃণমূল নেতাকর্মীদের মাঝে ও বিভিন্ন জরিপে এডভোকেট মাহবুব আলী এগিয়ে ছিলেন। জনমত জরিপে সর্বশীর্ষে অবস্থান করেছিলেন এডভোকেট মাহবুব আলী।
রবিবার আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নের চিঠি মাহবুব আলী বুঝে পান। বিগত নির্বাচনে এডভোকেট মাহবুব আলী এমপি নির্বাচিত হওয়ার পর থেকে চুনারুঘাট-মাধবপুর উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে জন সাধারণের মনে স্থান করে নিয়েছেন।
হবিগঞ্জ-৪ আসনের মনোনয়নের বিষয়ে মনোনয়ন প্রত্যাশী ড. ফরাশ উদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা বলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। ড. ফরাশ উদ্দিন জানান, হবিগঞ্জ-৪ আসনে এডভোকেট মাহবুব আলী মনোনয়ন পেয়েছেন।