আবুল হাসান ফায়েজ,মাধবপুর(হবিগঞ্জ)ঃ মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ১লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করছে।
এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা ও মিলাদের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এড. মাহবুব আলী, ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মালেক মধু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে ১৯৭১ সালে যুদ্ধে শহিদ এবং জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।