চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশীরি গ্রামের রাস্তার উপর থেকে ২০কেজি গাজাসহ পরিত্যাক্ত অবস্থায় প্রাইভেটকার আটক করেছে থানা পুলিশ।
পুলিশসূত্রে জানা যায়, সোমবার সাড়ে ৭টার দিকে উপজেলার কালিশিরী এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে ২০কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় পুলিশের টেরপেয়ে মাদক ব্যাবসায়ীরা কালিশিরী এলাকায় রাস্তার উপর ফাইভেটকার রেখে পালিয়ে যায় মাদক ব্যাবসায়ীরা।
চুনারুঘাট থানার এস আই সজিব রায়ের নেতৃত্বে একদল পুলিশের সংগীয় ফোর্স এস আই হেলাল আব্দুল্লাহ কবির মাহি, সাইফুর রহমান, মজিবসহ গোপন সংবাদের বিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কালিশিরী এলাকা নামক স্থান থেকে ২০কেজি গাজাসহ প্রাইভেটকার আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ। ২০ কেজি গাজার দাম আনুমানিক ২ লক্ষাধিক টাকা হবে।
প্রাইভেটকারটি বর্তমানে থানায় আটক রয়েছে। যার গাড়ির নং: চট্টমেট্রো-ক-০২-১২৫০। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, ২০ কেজি গাজাসহ প্রাইভেটকারটি আটক রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য যে, কুখ্যাত মাদক ব্যাবসায়ীর গডফাদাররা প্রাইভেটকার, সিএনজি, অটোরিক্সাসহ মোটর বাইক যোগে গ্রাম থেকে শহর, শহর থেকে বিভিন্নস্থানে মাদক পাচার করে আসছে।