জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)থেকে : হবিগঞ্জের বাহুবলে শিক্ষা মন্ত্রনালয়ের তরফ থেকে বরাদ্দকৃর্তৃ ৭টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার ১৮ ফেব্রুয়ারী সকালে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন গরীব অসহায় ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ, প্রকপ্ল কর্মকর্তা অাশীর্ষ কর্মকার,সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াব ও রিংকু দেব,হুইল চেয়ার বিতরণ শেষে প্রতিবন্ধী শিশুদের চেয়ার ঠেলে নিযেই সিএনজি স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেন।
নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ও সহ সাথীরা,এই গরীব অসহায় ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের চেয়ার ঠেলে নিযেই সিএনজি স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে বাহুবলে এই প্রথম নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন।
প্রতিবন্ধী শিশুদের অভিবাকরা বলেন একজন উপজেলা নির্বাহী অফিসারের এমন অান্তরিকতা দেখে এই প্রতিবন্ধী শিশুরা সত্যিই খুব খুসি হয়েছে। অভিবাকরা আরও বলেন ইউএনও মোঃ জসীম উদ্দিন নিজ হাতে চেয়ার ঠেলে তাহদেরকে এগিয়ে দিয়ে, শিশুদের বেঁচে থাকার সাহস যোগীয়েছেন।
এমন একজন নির্বাহী অফিসার যদি বাহুবলবাসীর পাশে থাকেন তাহলে সত্যিই আমরা গর্বিত হব।