প্রেস বিজ্ঞপ্তি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের জারুলিয়া গ্রামের হাজী রশিদ-হামিদ মডেল হাই স্কুলে বিশাল শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে প্রভাত ফেরির মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক জনাব আব্দুল আওয়াল কাজল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহীন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক জনাব ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং গাজীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব নির্মল চন্দ্র দেব, উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম, সিলেটের জয়িন্তা কলেজের প্রভাষক জনাব আব্দুল আলী, ইসলামী ব্যাংক গোয়ালাবাজার শাখার কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম কাজল, এনসিসি ব্যাংক মৌলভীবাজার শাখার কর্মকর্তা জনাব আব্দুল কাদির সবুজ, জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব হারুনুর রশীদ, আশার জোন অফিসার শেখ আব্দুল বাছির।
শেষে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের নামাজের জন্য মসজিদুল উমর নামে একটি মসজিদের উদ্বোধন করা হয়। প্রসঙ্গত, উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।