এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলারজুড়ে বোরো ফঁসল পাঁকা ধান কাটা শুরু হয়েছে।কৃষকসহ সব এলাকার কৃষকরা ধান উত্তোললন শুরু করেছেন।উপজেলার সকল হাওর গুলোতে সবুজ চারায় সোনালী শীষ দুলছে।আগামী সপ্তাহ খানেক পরেই পুরোদমে ধানকাটা শুরু হবে। ইতো মধ্যে কৃষকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায় কদিন আগে হাওরজুড়ে সবুজের সমারোহ এখন সেই চিত্র আর নেই।সবুজ চারা গুলো সোনলী রং ধারন করেছে।কিছু জমিতে সোনালী শীষ বাতাসে দুলছে।কৃষকরা মনের আনন্দে তাদের নিজের ফলানো ধানের জমির খোঁজ খবর নিচ্ছেন।জমিতে শুধু পাকা ধান আর ধান।তবে ধান ঘরে তুলতে বাঁধ সেজেছে শ্রমিক ও প্রাকৃতিক দুর্যোগ।
এবারও প্রকৃতি যেন অকৃপণভাবে দু’হাত ভরে দান করেছে কৃষকদের। বাতাসে দোল খাচ্ছে সোনা রাঙা পাকা ধান আর ধান। ধানের মৌ মৌ গন্ধে কষ্টের সেই দিনগুলোর কথা ভুলে, আবারও নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা।ধান কাটার উৎসবে মেতে উঠতে শুরু করছে।
উপজেলার নুরপুর গ্রামের গ্রামের কৃষক জালাল মিয়া বলেন-ধানের ফলন ভাল হলেও কাটার জন্য পর্যাপ্ত পরিমাণ শ্রমিক পাওয়া যাচ্ছে না। আর কিছু শ্রমিক পাওয়া গেলেও তার পারশ্রমিক বেশী চাচ্ছে। ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।শ্রমিক সংকটের কারণে সময়মত ফসল ঘরে না তুলতে পারলে প্রাকৃতিক দুযোর্গে পড়তে হবে।শ্রমিক সংকটের কারণে কৃষকদের ধান ঘরে তোলার স্বপ্ন পরিণত হতে পারে দুঃস্বপ্নে।