হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রাজিউড়া গ্রামের পার্শ্ববর্তী একটি খালের পাড় থেকে অজ্ঞাত নারী (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, স্থানীয় লোকজন এক মহিলার লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে তথ্য উপাত্ত সংগ্রহ করে।
ওসি আরো জানান, এখনও তার পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তে পুলিশের পাশাপাশি পিবিআইও কাজ করছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে গলায় উড়না পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে খালের পাড়ে রেখে গেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।