স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে সিএনজি অটোরিক্সা উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক হামিদুরসহ আরও চারজন গুরুত্বর আহত হন।
গতকাল শনিবার সন্ধ্যায় মাধবপুর-হরষপুর সড়কের শেউলিয়া ব্রীজের কাছে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সিএনজি অটোরিক্সা চালক ইমাম হোসেন (৩৫) উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়- গতকাল শনিবার সন্ধ্যায় পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা মাধবপুর থেকে চৌমুহনী যাচ্ছিল। পথিমধ্যে শেউলিয়া ব্রীজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রলির সাথের সিএনজিটি মুখোমুখি হয়। এ সময় সিএনজি চালক হার্ট ব্রেক ধরলে সিএনজি অটোরিক্সাটি উল্টে পাশ্ববর্তী পুকুরে পরে যায়।
এতে সিএনজি চালক ইমাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সিএনজি অটোরিক্সা যাত্রী সাংবাদিক হামিদুরসহ চারজন গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে তিনজনকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাংবাদিক হামিদুর রহমানকে দ্যা লব এইডে ভর্তি করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।