মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কমলপুর গ্রাম থেকে শাহজাহান মিয়া (২৬) কে ৩ শ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা সহ আটক করেছে র্যাব।
বুধবার রাতে শাহজাহান কে মাধবপুর থানায় সোপর্দ করে র্যাব।
র্যাব -৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল বুধবার দুপুরে সীমান্তবর্তী কমলপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সায়েদ মিয়ার ছেলে শাহজাহান কে ৩ শ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা সজ আটক করে।
এ ব্যাপারে র্যাব -৯ এর উপ-পরিদর্শক আব্দুল মালেক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, বৃহস্পতিবার শাহজাহান কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।