শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৫-৪৫ বছর বয়সী বেকার নারী-পুরুষকে সরকারি খরচে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বি করার লক্ষে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট গ্রোগ্রাম (সেইপ) এর সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানের প্রকল্প এসোসিয়েট ওয়ার্কসপ ফেসিলেটর মানিক কুমার প্রামাণিক এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইকবাল নাছির, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ মিয়া, শিক্ষক আবিদুর রহমান ও সেসিপ এর প্রজেক্ট কোঅডিনেটর মোঃ আরিফুল হক, ইউপি মেম্বার মোমেনা আক্তার ও সাংবাদিক মামুন চৌধুরী প্রমুখ।
কর্মশালার শুরুর আগে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উদ্ধুদ্ধকরণ র্যালী বের করা হয়।
র্যালীতে অতিথিবৃন্দসহ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে এবং উক্ত কর্মশালয় বিভিন্ন স্তরের ৩৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।