শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ পৌরসভার ১ নং ওর্য়াড বড়চরে গ্রামে শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিলেন কুয়েত প্রবাসী ইয়াকুত আলী।
বৃহস্পতিবার বিকালে বড়চরে গ্রামে প্রবাসী ইয়াকুত আলীর পক্ষে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেন শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু,তেল।
কুয়েতে অবস্থান করেও এলাকাবাসীর এ দুঃসময়ে পাশে দাড়ানো ইয়াকুত আলীকে সহায়তা করে অসহায় পরিবার গুলোর খাবারের ব্যবস্তা করে দেন।
এমন উদ্যোগ গ্রহন করায় ইয়াকুত আলীকে কৃতজ্ঞতা জানান অনেকেই।
ইয়াকুত আলী দৈনিক শায়েস্তাগঞ্জ কে জানান করোনা ভাইরাসের কারনে দেশের মানুষ খুব কষ্ট করতাছে।
কর্মহীন হয়ে পড়েছে অনেকেই।
তাই আমি আমার গ্রামের লোকজনের জন্য কিছু খাবারের ব্যবস্তা করলাম।