বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭২.৭৩ শতাংশ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাশের ৭২ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন।

গত বছর পাশের হার ছিল ৭১.৫৩ শতাংশ ও জিপিএ-৫ পেয়ে ছিলো ৪৫৫ জন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ বছর হবিগঞ্জ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ২৩ হাজার ১৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৬ হাজার।

সিলেট জেলায় পাশের হার ৮০.৯৬ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন শিক্ষার্থী।

অন্যদিকে সুনামগঞ্জে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন শিক্ষার্থী আর পাশের হার ৭৮.৬০ শতাংশ।

আর হবিগঞ্জে পাশের হার ৭২.৭৩ শতাংশ। এটি সিলেট বিভাগের চার জেলায় সর্বনিন্ম পাশের হার। আর হবিগঞ্জের ৬০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া মৌলভীবাজার জেলায় পাশের হার ৮০. ৮৮ শতাংশ আর জেলার ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

রোববার (৩১ মে) সকাল ১০ টায় সিলেট সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষন করে এ তথ্য পাওয়া যায়।

প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সিলেটে পাশের হার ৭৮.৭৯ শতাংশ। ২০১৯ সালে সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ।

এদিকে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর ৪২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে আর ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!