মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর মোকামবাড়ি নামক স্থান হতে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের হরিণখোলা বিওপির নায়েক ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে (৮ জুন) সোমবার সকাল ১১ টার দিকে ৫০০ গ্রাম ভারতীয় গাজাসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল।
এ সময় আটককৃত চোরাকারবারির কাছ থেকে ২৪ হাজার টাকা ৩ টি মোবাইল ফোন,৫ টি গ্রামীণ সিম ও ১ টি মেমোরি কার্ড জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- জেলার মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে মো। মিন্টু মিয়া (২৫) মো. ধনু মিয়ার ছেলে মো. জানু মিয়া(৩৬) ও মো. নিজাম উদ্দিনের ছেলে মো. রুম্মান মিয়া(২৫)।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান,বিকালে আটককৃত আসামী ৩ জন্য কে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯ (১)(গ) ২(গ) ধারা মোতাবেক ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।