নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার (২৪ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪৯২ জনে দাঁড়ালো।নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৯ জন, মাধবপুর উপজেলার ৯ জন, নবীগঞ্জ উপজেলার ৫ জন, বাহুবলের ২ জন, বানিয়াচংয়ের ২ জন ও লাখাইয়ের ১ জন রয়েছেন। হবিগঞ্জে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮২ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন।