মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা কাদির মিয়া সোমবার (১৫ জুন)থেকে নিখোঁজ।
এ ব্যাপারে গতকাল বুধবার(২৪ জুন)নিখোঁজের পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-১০৭০।
বীরমুক্তিযোদ্ধা কাদির মিয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
নিখোঁজ বীরমুক্তিযোদ্ধা কাদির মিয়ার ছেলে রুকন মিয়া বলেন, ১৫ জুন সোমবার সকালে বাবা পর তাঁর বাবা চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় আজ প্রায় ১০ দিন যাবত বাবাকে খোঁজে পাচ্ছি না কোন ব্যক্তি বাবার সন্ধান পেলে আমার মোবাইল নং-০১৭৪৫৯২১০৬১ যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।
বিষয়টির সতত্যা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগির আহমেদ বলেন মুক্তিযুদ্ধার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারন ডায়রি করেছেন।
আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।