আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত নিতেন্দ্র গোপ করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সে জলসুখা ইউনিয়নের দর্লভপুর গ্রামের বাসিন্ধা।
বৃহস্পতিবার রাতে ঢাকা ল্যাব থেকে এ রিপোর্ট আসে।
স্থানীয় সুত্রে জানাযায়, মঙ্গলবার শ্বাস কষ্ট জনিত কারনে নিতেন্দ্র গোপকে তার স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসা দিয়ে নমুনা সংগ্রহ করে কর্তব্যরত চিকিৎসক তাকে বাড়িতে প্রেরন করে।
ওইদিনই রাতে তিনি মৃত্যু বরন করেন। স্বাস্থ্য বিধি না মেনেই শেষ কৃতকার্য্য করেন। বৃহস্পতিবার ঢাকা ল্যাব থেকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকতার্ ডা. সুদর্শন সেন সত্যতা নিশ্চিত করেন।