নিজস্ব প্রতিবেদক : আজমিরীগঞ্জ উপজেলার ৫ নং শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রবেশের রাস্তায় ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা।রাস্তাটি নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।রাস্তাটিকে কেন্দ্র করে বিদ্যালরটি স্থাপিত হয়।দিন দিন রাস্তা ভেঙে তৈরি হচ্ছে মরণ ফাঁদ।
এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে ৫ নং শিবপাশা ইউনিউনের ১নং ওয়ার্ডের জনগন।রাস্তার উপর নির্ভর করে চলে সাধারণ মানুষের জীবনজীবিকা ।তাছাড়া সামনে এগুলেই একজন ওলির মাজার।আর এ রাস্তা দিয়েই হাজার হাজর মানুষ পরিদর্শন ও জিয়রতের উদ্দেশ্য আসে।
স্থানীয় জনগন জানান,বিগত ২ বছর আগে রাস্তাটি কাজ করা হয়। বৃষ্টির পানিতে রাস্তায় ছোট ছোট গর্ত হয়ে যার। ফলে এখন রাস্তার এমন বেহাল দশা।
স্থানীয় লোকেদের দাবি, রাস্তাটি খুব তাড়াতাড়ি মেরামত করা প্রয়োজন। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি নজরে নিয়ে অতি শীগ্রই মেরারত করবেন বলে আশা করেন।