চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ রেড জোন নিশ্চিতকরণে ও স্বাস্থ্যবিধিবাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।
বুধবার (১লা জুলাই) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত পৌরশহরে প্রতিদিনের মতো এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি ফোর্স সহযোগিতা করেছেন।
চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল সত্যতা নিশ্চিত করে জানান, রেড জোন নিশ্চিতকরণে ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিদিনের মতো এঅভিযান পরিচালনা করে ১১টা মামলায় ৩ হাজার ৮শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম/০১ জুলাই ২০২০/এস এইচ