মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুরে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক দীপংকর সরকার(৩৭) হবিগঞ্জ সদর উপজেলার ঘাটিয়াবাজার চন্দিমা-৩৮ এলাকার দূর্গাচরণ সরকারের ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক(এসআই) রকিবুল হাসানের নেতৃত্বে ওই দিন দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম/০৪ জুলাই ২০২০/এস এইচ