আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের সাইনবোর্ড নামক স্থানে ট্রাক্টর ও টমটমের সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো দুই নারী। নিহত মহিলা উপজেলার ঘরগাঁও গ্রামের মৃত শানু মিয়ার স্ত্রী মিনারা বেগম (৪৫)। আহতরা হলেন- মিনারা বেগমের মেয়ে নাজমিন (১৬) ও ঘরগাঁও গ্রামের সাবিনা আক্তার (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ১২টায় সাইনবোর্ড নামক স্থানে একটি ট্রাক্টর টমটমের পেছন দিকে ধাক্কা দিলে মিনারা সড়কের ডান দিকে পড়ে যান। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্যদের চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ঘটনা নিশ্চিত করে বলেন, ট্রাক্টর ও টমটম মহাসড়ক থেকে উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম/১২ জুলাই ২০২০/এস এইচ