নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জে নতুন করে আরো ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯৯৬ জনে।
বুধবার রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমা উজ্বল। তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে নবীগঞ্জ উপজেলায় ৬ জন, হবিগঞ্জ সদর উপজেলায় ১ জন, চুনারুঘাট উপজেলায় ১ জন ও বাহুবল উপজেলায় ১ রয়েছে।
জেলায় এ পর্যন্ত ৯৯৬ জনের করোনা শনাক্ত হলেও সুস্থ হয়েছে ৪৪০ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ডেপুটি সিভিল সার্জন আরো জানান, হবিগঞ্জে মৃত্যুর তালিকায় প্রাণ আরএফএলের একজন কর্মী ও নবীগঞ্জের একজন স্বাস্থ্যকর্মী যোগ হয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮ জনে।