আকিকুর রহমান রুমন : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভেজাল ও অনুমোদনহীন পন্যের বিক্রি বাড়ছে।
এ ব্যাপারে সাধারন ভোক্তাদের নিকট থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এসব অনুমোদনহীন ও ভেজাল খাবারের মধ্যে রয়েছে মসলা ও শিশুখাদ্য।
এছাড়া রয়েছে অনুমোদনহীন বিড়ি,সিগারেট।
সরেজমিনে বানিয়াচংয়ের বড়বাজার,নতুন বাজার,আদর্শ বাজার,৫/৬নং বাজার,রত্না বাজার, সহ বানিয়াচংয়ের বিভিন্ন অলি-গলি‘র দোকানে প্রকাশ্যেই এসব অনুমোদনহীন ও ভেজাল পণ্য বিক্রয় করে ভোক্তা সাধারনের সাথে প্রতারানা করা হচ্ছে। পাশাপাশি এসব ভেজাল পণ্য খেয়ে শিশুদের মারাত্মক স্বাস্থ্যহানি ও জঠিল রোগব্যাধি বাড়ছে।
ভোক্তা সাধারনের অভিযোগে জানা যায়, বাজারে বিক্রি হওয়া মরিচ,হলুদ,ধনিয়া সহ বিভিন্ন মসলার গুড়া নামে-বেনামে বিভিন্ন কোম্পানীর মোড়কে বিক্রি হচ্ছে।
এছাড়াও খোলা মসলার গুড়াও পাওয়া যাচ্ছে। তৎকালীন সময়ের ইউএনও ফেরদৌস খানের আমলে এইসব মসলার বাজারে অভিযান চালিয়ে ব্যাপক ভেজাল মসলা পাওয়ায় ভেজালকারীদের বিরুদেদ্ধ আইনি ব্যাবস্থা নিয়েছিলেন।
শিশু খাদ্যের নামে অধিকাংশই ভেজাল খাবার বিক্রয় করা হচ্ছে।
এরমধ্যে অতিরিক্ত রং ও ক্যামিকেলযুক্ত আইসক্রীম,বিস্কুট,কেক,পাইপযুক্ত বিভিন্ন রকম পানীয়।
এগুলি অধিকাংশ পণ্যেরই মেয়াদ এবং অনুমোদন নেই।
এ ব্যাপারে বানিয়াচং ভোক্তা অধিকার পরিষদের সাধারন সম্পাদক আশিকুল ইসলাম অভিযোগ করে জানান, বর্তমানে বিশেষ করে মসলা,শুটকী ও ফল ফ্রুটসে ভেজাল আছে।
এ ব্যাপারে কামালখানীর তাওহীদ হাসান বলেন, শিশু খাদ্যের নামে আমরা আমাদের শিশুদেরকে ভেজাল খাদ্যদ্রব্য খাওয়াচ্ছি।
মসলা এবং খাদ্যপণ্য ছাড়াও ট্যাক্স বিহীন এবং অনুমোদনহীন বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে দেদারছে।
আকিজ বিড়ির বিক্রয় কর্মী অভিযোগ করে জানান, বাজারে বাশি বিড়ি,চাষী বিড়ি ,আপেল বিড়ি,শান্ত বিড়ি, ফ্রেশ বিড়ি,টান বিড়ি সহ নানান রকমের অনুমোদনহীন বিড়ি বাজারে পাওয়া যায়। যেগুলোর ব্র্যান্ড রোল নকল।
আকিজ বিড়ির স্থানীয় এজেন্ট অভিযোগ করে জানান, আমি স্থানীয়ভাবে আকিজ বিড়ির এজেন্ট অথচ ট্যাক্সবিহীন নকল বিড়ি বিক্রি করে একদিকে সরকারকে রাজস্ব ফাকি দেওয়া হচ্ছে। অন্যদিকে এজেন্ট হিসেবে আমি ক্ষতিগ্রস্থ হচ্ছি।
চোরাইভাবে আকিজ বিড়ি বিভিন্ন দোকানে একটি চক্র বিক্রয় করছে। যে কারনে আমি কোম্পানীর টার্গেট পূরন করতে পারছিনা।
এ ব্যাপারে আমি বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা‘র দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। তবে কোথায় নকল ও ভেজাল পণ্য বিক্রয় করা হয় আমাদেরকে নির্দিষ্টভাবে জানালে আমরা ব্যবস্থা নেব।
রুমন/দৈনিক শায়েস্তাগঞ্জ /এস এইচ