শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: নিজ বাসায় থেকেই করোনাকে জয় করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।
জানা যায়, গত ৯ই জুলাই তিনি করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। ঢাকার ন্যাশনাল ইনস্ট্রিটিউড অব ল্যাবটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে আসা রিপোর্টে উপজেলা নিবার্হী অফিসার সুমী আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন। দীর্ঘ ১৪ দিন হোম আইসোলেশনে থেকে নিয়ম মেনে চিকিৎসা করে আবার টেষ্ট করিয়েছেন।
এবার রিপোর্টে উনার টেষ্ট নেগেটিভ এসেছে।এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা: মুখলিছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার রাতে ইউএনও সুমী আক্তারের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
তিনি হোম আইসোলেশনে থেকে তিনি সুস্থ হয়েছেন। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারকে মুঠোফোনে কল করে সাড়া না পাওয়ায় উনার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডিউক/দৈনিক শায়েস্তাগঞ্জ /এস এইচ