রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজিপুর গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক এবং তার পরিবারকে জিম্মি করে নগদ টাকা, সর্ণালংকার এবং মোবাইল ফোন,টিভি ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল।
গত (১৫ই আগষ্ট) শনিবার গভীর রাতে অবসর প্রাপ্ত শিক্ষক আনুয়ার হুসেন আনু মাস্টারের রান্না ঘরের চিমটি চুলার স্লেপ সরিয়ে ডাকাত ঘরের ভিতর প্রবেশ করে। তারপর দরজা খুলে একে একে ১৫/২০ জন ডাকাত প্রবেশ করে। ডাকাতরা দেশিয় অস্রের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে ঘরে থাকা ৩ ভরি উজনের সর্ণালংকার,নগদ টাকা, ৪টি মোবাইল ফোন ,১টি এলইডি টেলিভিশন ও ১টি ট্যাব নিয়ে যায়।
(১৬ই আগষ্ট) রোববার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই মোজাম্মেল হুসেন ঘঠনাস্থল পরিদর্শন করেন। তিনি যানান এ গঠনার কেউ অভিযোগ করেনি, গঠনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
রুবেল/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু