রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর থেকে : হবিগঞ্জ’র মাধবপুর উপজেলায় মাধবপুর পৌরসভা কর্তৃক মশক নিধন শুভ উদ্বোধন করেন মাধবপুর পৌরসভার মেয়র বাবু হিরেন্দ্র লাল সাহা।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাদবপুর পৌরসভা সদরের কাউন্সিলর জনাব অজিত কুমার পাল, পৌর প্রকশলী জনাব শহিদুল ইসলাম, সচিব সহ মাধবপুর উপজেলার আরো অন্নান্য ব্যক্তি বর্গ।