রুয়েল আহাম্মেদ রুবেল,মাধবপুর থেকে : শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প এর ব্যবস্থাপনায় ‘দক্ষনারী উন্নয়ন প্রকল্প’এর ধারাবাহিক কর্মসুচির অংশ হিসাবে গ্রামের সুবিধাবঞ্চিত নারীদেরকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়ে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
রবিবার (৬’ই সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের সুবিধাবঞ্চিত ১০জন নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়। এর সাথে শিক্ষা ফান্ড থেকে দরিদ্র মেধাবী এক শিক্ষার্থীকে চেক এর মাধ্যমে ১৮ হাজার টাকা হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্টানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৫’নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নেপাল চন্দ্র দাস , প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় আলোচনা কালে বক্তাগণ বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়ন,দক্ষ মানব সম্পদ সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ‘দক্ষনারী উন্নয়ন প্রকল্প’এর আওতায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করছে, যাতে আমাদের নারীরা ইজ্জত, সম্ভ্রম ও নারীত্ব বজায় রেখে তাদের সম্ভাবনাকে বিকশিত করতে পারে।
মোহাম্মদ কাজল মিয়া ও সোহেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শেখ মোহাম্মদ শামীম, সংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ কিবরীয়া চেরাগী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ব্রাহ্মণবাড়ীয়া ও দক্ষিণ বেজুড়া শাখার সকল সদস্যবৃন্দ।