স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন শেরপুর থেকে ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোছা. হুনুফা খাতুনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। হুনুফা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মো. শাহিন মিয়ার কন্যা।
গত মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাত ০৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি সোমেন মজুমদার এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল তাকে আটক করে।
জব্দকৃত আলামতসহ ধৃত হুনুফার বিরুদ্ধে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করেছে।