নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাটিয়াজুরী ইউনিয়নের কৃষ্ণপুর-কোনাউড়া-দারাগাঁও রাস্তার করাঙ্গী নদীর উপর সাঁকোটি কয়েকমাস যাবত ভেঙ্গে গেলেও কতৃপক্ষ নজর না দেয়ায় এলাকার লোকজন সেচ্ছাশ্রমে ব্রিজটি মেরামত করে দিচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাউড়া গ্রামের লোকজন জড়ো হয়ে করাঙ্গী নদীর উপর ভাঙ্গা সাঁকোটি মেরামত করে।
গ্রামবাসীর জানায়, কয়েকমাস যাবত ভাঙ্গা সাঁকো দিয়ে কোনাউড়া,টিলাগাও, কৃষ্ণপুর গ্রামসহ আশেপাশের ৬/৭ টি গ্রামের লোকজন যাতায়াত করে।
বিষয়টি তারা স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোন কাজ হয়নি।
গ্রামবাসী জানায় মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা সাঁকোটি সেচ্ছাশ্রমে মেরামত করে দিচ্ছেন।জনস্বার্থে কতৃপক্ষ নজর দিবেন বলে এলাকাবাসী মনে করেন।