রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর থেকেঃ
হিন্দু ধর্মাম্বলীদের বার মাসে তের পূজা/উৎসব পালন করেন। কোনোটা ছোট আকারে কোনোটা বড় আকারে। প্রত্যেক পূজাতেই নির্দিষ্ট মূর্তি ব্যাবহার করে থাকেন তারা । আগামী বৃহস্পতিবার মনসা এবং বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে ছোট বড় নানা ধরণের মূর্তি তৈরীতে ব্যস্ত প্রতিমা শিল্পিরা।
হবিগঞ্জ’র মাধবপুর উপজেলার কালি মন্দিরে গেলে সেখানে দেখা যায় মনসা এবং বিশ্বকর্মার ছোট বড় মিলিয়ে প্রায় ২০০ এর উপরে মূর্তি। এবং কয়েকজন কুমার আরো মূর্তি তৈরি করছেন।
প্রতিমা শিল্পি মন্তোষ পাল এর সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে যানান আমারা প্রত্যেক পূজাতেই মূর্তি তৈরি করি। তবে এবার খুব আগে থেকে মূর্তি তৈরীর কাজে লেগে গেছি। আগে একা একা আস্তে আস্তে একা একা মূর্তি তৈরী করতাম কিন্তু এই বছর কয়েকজন সহযোগী নিয়ে আগের ছেয়ে আনো বেশি মূর্তি তৈরী করেছি এবং করছি। এখন মূর্তিগুলোর সঠিক দাম পেলই আমরা সন্তোষ্ট।
প্রতিমা শিল্পি মন্তোষ পালের কাছে মূর্তির দাম জানতে চাইলে তিনি বলেন নিম্মে ৩ শত টাকা থেকে উর্ধে ৫ হাজার টাকা পর্যন্ত মূর্তি তারা তৈরী করে থাকেন।