মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলা ৫নং আন্দিউড়া ইউনিয়ন এর হরিশ্যামা (পালপাড়া)গ্রামে ব্লাড কেন্সারে আক্রান্ত রুজিনা আক্তারকে নগদ ১০হাজার টাকা প্রদান করা হল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪ঘটিকায় শেখ ইমন আহমেদ এর সভাপতিত্বে ও সোহাগ হাসান সুজন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠান শুরু হয়। দীর্ঘদিন অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রুজিনা।যেখানে তার স্কুলে বারান্দা থাকার কথা সেখানে সে ঘরের কোণায় আবদ্ধ হয়ে দিন কাটাতে হচ্ছে।
ব্লাড সোসাইটি হবিগঞ্জ মাধবপুর উপজেলা শাখার সভাপতি শেখ ইমন আহমেদ এর কাছে অনেক কান্নাকাটি করে রোজিনা । বলে আমি (রুজিনা) আবার পৃথিবীতে বাচতে চায়।যদি আপনারা সবাই আমাকে সাহায্য করেন তাহলে আমি বেঁচে যাব।তাই সকলের সহযোগিতা নিয়ে আমরা তার সাহায্যের জন্য ফেইসবুকে পোষ্ট করি।তারপর অনেক প্রবাসী ও দেশে অবস্থানরত অনেক ভাইয়েরা এগিয়ে আসেন।
অসুস্থ রুজিনার মা বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। প্রতিদিন কয়েক হাজার টাকা ঔষধ লাগে। যা আমাদের পক্ষে বহন করা সম্ভব না।আপনারা আমাদের মেয়ের পাশে দারিয়েছেন। তাই সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের দান কে কবুল করেন।আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।
অনুষ্ঠান শেষে রুজিনার হাতে নগদ ১০’ হাজার টাকা হস্তান্তর করা হয়।
এ সময় প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন সবুজছায়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বাবু চন্দন পাল,
ব্লাড সোসাইটি হবিগঞ্জ মাধবপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি শেখ ইমন আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ হাসান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক অর্জুন পাল, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক টিটন পাল,তথ্য সম্পাদক আমানউল্লাহ,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দীপক পাল, সম্মানিত সদস্য – ফরহাদ হাসান রাতুল,শেখ মোঃ সুমন, মোঃ রায়হান মিয়া,হৃদয় এসএম শাহআলম।
আরোও উপস্থিত ছিলেন হরিশ্যামা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ খুর্শিদ মিয়া,লাল মিয়া,রহমত আলী সহ অনেকেই।